দাকোপের কালাবগি গ্রামের বাসিন্দা গোলক মন্ডলকে সাপে দর্শনে অসুস্থ
দাকোপের কালাবগি গ্রামের বাসিন্দা গোলক মন্ডলকে সাপে দর্শনে অসুস্থ
ডেস্ক রিপোর্টঃ সুন্দরবনে জীবীকার তাগিদে গিয়ে কালাবগির যুবক গোলক মন্ডল সাপের দর্শনে অসুস্থ হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬ টার সময় সুন্দরবন গহীন জঙ্গলের মধ্য কোন এক জায়গা থেকে বিষধর সাপে দর্শন করে। গোলক মন্ডল অসুস্থ হয়ে পড়ে। জরুরী অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেডিকল অফিসার ডাঃ ইকবাল হোসেন ও দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালার পক্ষ থেকে সর্বচ্চ চেষ্টা চলছিল। জানা যায়, গোলক মন্ডল দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাবগি গ্রামের বাসিন্দা সুনাতন মন্ডলের পুত্র।