দাকোপের কালাবগি গ্রামের সাগর ঢালীর উপর হামলা,দাঁত ভেঙে গেছে

ডেস্ক রিপোর্টঃ দাকোপের কালাবগি গ্রামে দু’পক্ষের যাতায়াতের রাস্তা নিয়ে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জনকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর আহত অবস্থায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজ সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাবগি গ্রামে দু’পক্ষের মধ্য মারামারির ঘটনা ঘটে। জানা যায়, কালাবগি এলাকার মৃত্যু মহাসিন ঢালীর পুত্র সাগর ঢালীর সাথে একই এলাকার প্রতিবেশী দোলোয়ার ঢালীর সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা সংক্রান্ত ও পারিবারিক যাতায়াতের রাস্তা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। তারই সুত্র ধরে আজ সকালে ১)দোলোয়ার ঢালী ২)ফারুক ঢালী ৩) কালাম ঢালী ৪) আফজাল ঢালী, উভয় পিং-মৃত্যু আজিজুল ঢালী,সাং-কালাবগি, ৭নং ওয়ার্ড, দাকোপ,খুলনা। সাগর ঢালীর উপর দেলোয়ার ঢালীর নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিত হামলা চালায়। সাগর ঢালীর পরিবার জানান, রড ও সাপল দিয়ে সজোরে তাকে আঘাত করে। এবং বুকে পিটে লাথি ঘুসি মারে। তখন সাগর ঢালী মাটিতে লুটে পড়ে। পরে সাগর ঢালীর আত্মচিৎকারে বাচাতে ছুটে যান, তার ভাইয়েরা, মামুন ঢালী,জাহিদ ঢালীসহ আরো অনেকে তারাও উক্ত বাহিনীর হামলার শিকার হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু, সাগর ঢালীর অবস্থা আশংকাজনক থাকায় জরুরী অবস্থায় খুলনায় প্রেরণ করা হয়।তাছাড়া হাসপাতালে থাকা অবস্থায় সাগর ঢালীর মুখ ও নাক দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।এবং তার মুখের কয়েকটি দাঁতও ভেঙে গেছে। কয়েক বার হাসপাতালে জরুরী বিভাগে ভমিও হয়। এ ঘটনার ইউপি সদস্য আইয়ূব ঢালী বলেন, ঘটনার বিষয় এলাকা বাসি সবাই জানেন। মারামারি হয়েছে আমি জানি, ওরা হাসপাতালে গেছে। ওরা নিজেরা নিজের মারামারি করেছে। চিকিৎসা নিচ্ছে, ওদের সাথে আমার কথা হয়েছে। এ ঘটনায় সাগরের পরিবারের পক্ষে ন্যায়বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ