দাকোপের কালাবগির খায়রুল আজ নেই,নতুন অতিথির অপেক্ষায় স্ত্রী
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৯:৩৮
60 ভিউ
দাকোপের কালাবগির খায়রুল আজ নেই,নতুন অতিথির অপেক্ষায় স্ত্রী
ওলি উল্লাহঃ কখন যে কার কি হয়, কেহ জানে না। সত্যি তাই, এমন ভাবে খায়রুল চলে যাবে না ফিরার দেশে কেউ জানেনা। কালাবগী কুমিরের আক্রমণে নিহত খাইরুল মোড়লের অন্তঃসত্তা স্ত্রীর চিকিৎসার দায়িত্ব কাধে তুলে নেয় কালাবগী যুব ফাউন্ডেশন। তাছাড়া অর্থিক সহযোগিতা করছেন সুন্দরবন বনদস্যু নির্মলের মহানায়ক, যমুনা টেলিভিশনের সাহসী মানবিক সাংবাদিক মোঃ মহাসিন-উল হাকিম। আজ ২৪ রোজ সেপ্টেম্বর দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত খায়রুলের স্ত্রী মিনান্নাহার বেগমকে ভর্তি করা হয়েছে। খায়রুল নিহত হওয়ার পর থেকে সকল দায়-দায়িত্ব কালাবগি মানবিক সংগঠন যুব ফাউন্ডেশন গ্রহন করে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানা যায়,নিহত খাইরুল মোড়লের অন্তঃসত্তা স্ত্রী মিনান্নাহারের ঘরে খুব শীঘ্রই আসবে নতুন কোন অতিথি। খায়রুল মোড়লের স্ত্রীর চিকিৎসার বিষয় ডাঃ সন্তোষ কুমার মজুমদার বলেন, তার রিপোর্ট অনুযায়ী আসছে আগামী ২৯ সেপ্টেম্বর স্বাভাবিক ডেলিভারির তারিখ রয়েছে। এখনো রোগীর অবস্থা খুব ভালো পজিশনে। মাঝে মাঝে রোগীর সন্তানের ব্যাথা উঠছে। তাছাড়া এর ভিতর যদি কোন অবস্থায় জরুরী ভিত্তিতে সিজারের দরকার হয়। আমারা পুরোপুরি প্রস্তুত রয়েছি। খায়রুলের পরিবার ও শশুর বাড়ির সদস্যদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আলোর খবরকে জানান, যার অতিথি আসছে,সে আজ বেঁচে নেই। আজ যদি খায়রুল বেঁচে থাকতো কতই না খুশি হতো!