দাকোপের কালাবগিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মোড়ল নামের ১জনের মৃত্যু

ওলি উল্লাহঃ খুলনার দাকোপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগি ৮নং ওয়ার্ডের জোয়ার্দার পাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়,২১অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় স্থানীয় শহীদুল সানার স্ত্রী আনোয়ারা বেগম ধানের ক্ষেতে ইদুর মারার উদ্দেশ্য বসত ঘর থেকে বৈদ্যুতিক মিটারের সাহায্যে গুনো তারের লাইন টেনে বাড়ির পাশে ধান ক্ষেতে সংযোগ দেয়।তখন ওই এলাকার লুৎফার সানার জামাই তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাদি গ্রামের মোক্তার মোড়লের পুত্র আব্দুল্লাহ মোড়ল(৩৪) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকায় খবর নিয়ে জানা যায়, জনসাধারণের এক মাত্র চলাচলের রাস্তার উপর দিয়ে গুনো তার টানানোর কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটায় সে কারণে যথাযথ দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান। এবং সেই সাথে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।এলাকায় মৃত্যু খবর ছড়িয়ে পর সাথে সাথে শত শত মানুষ তাকে দেখতে বাড়িতে ভিড় করে। এবং সকলেই এমন মৃত্যুকে দুঃখ জনক প্রকাশ করে মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুনঃ