দাকোপের কাচা বাজারগুলো আলু শূন্য

ওলি উল্লাহঃ দাকোপের চালনা পৌরসভা এলাকার কাচা বাজার গুলোতে আলু শূন্য।
গত কাল গেল চালনা বাজার সাপ্তাহিক হাটের দিন বুধবার।চালনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার আয়ত্তে কাচা বাজারগুলো ঘুরে দেখায় যায়।কাচা বাজারে আলু শূন্য। বুধবার সকালে চালনা বাজার মেইন সাপ্তাহিক বাজার ঘুরে খবর নিয়ে আরো জানা যায়, সকালে অল্প কিছু আলু বিক্রি হলেও পরে সকাল ১১ টার পরে ক্রেতারা আলু না পেয়ে ফিরে গেছে। পরে সন্ধ্যার দিকে বৌমার গাছতলা হরি মন্দিরের মেইন রাস্তার পাশে প্রতি বুধবার যে কাচা বাজার বসে। সে বাজারে সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, কোন কাচামালের দোকানে বা ব্যবসায়ীর নিকট আলু দেখা যায় না। উপস্থিত অনেক ব্যবসায়ী জানান, প্রায় এক সপ্তাহ হঠাৎ আলুর দাম বেশি দামে মোকাম থেকে ক্রয় করতে হয়ে। কি কারণে হঠাৎ আলুর দাম বৃদ্ধি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো বলতে পারি না। তবে আলু বাদে অন্যান্য সকল কাচা মালামাল বাজারে রয়েছে। ব্যবসায়ীরা আরো জানান,বেশি দামে আলু কিনে কম দামে আলু বিক্রি করা কোন অবস্থায় সম্ভব নয়।অনেকের ধারনা হঠাৎ আলুর দাম বৃদ্ধির পিচনে বড় বড় অসাদু ব্যবসায়ী জড়িত। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। তাছাড়া গত কয়েকদিন পূর্বে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ আলুর দাম বৃদ্ধির খবরে অসাধু ব্যবসায়ীদের নজরে রেখে আশপাশের বাজারগুলো মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেন। এবং বেশি দামে আলু বিক্রি করলে সাথে সাথে ব্যবস্থা এমন সতর্কতার কথা বলেন।

পোস্টটি শেয়ার করুনঃ