দাকোপের কমিউনিটি ক্লিনিক পূনঃ নির্মিত ভবন উদ্ভোধন করেন এম পি ননী গোপাল মন্ডল।
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার দাকোপে তিলডাঙ্গা কাছারীবাড়ী কমিউনিটি ক্লিনিক পূনঃ নির্মান ভবন শুভ উদ্ভোধন করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর দেড়টায় তিলডাঙ্গা কাছারীবাড়ী এলাকায় দাকোপ উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.সুদীপ বালার সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে উদ্ভোধন করেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, অসিত বরন সাহা, সাইফুল ইসলাম, ভূমিদাতা অর্ধেন্দু শেখর বাছাড়, কমলেশ বাছাড়, ভবেন্দ্র নাথ মন্ডল, যুগোল ঘরামী, শিক্ষক গৌরাঙ্গ সরদার, ইউপি সদস্য নিশিত রায়, ইউপি সদস্য হেলাল উদ্দিন সানা, অসিত ভূষন রায়, সন্জয় বৌদ্য,সাগর চন্দ্র বাছাড়, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি সহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।