ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ভারত থেকে আমদানি করা হলো ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা।
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ | ১২:৪২
35 ভিউ
ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ভারত থেকে আমদানি করা হলো ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন
মোল্লা জাহাঙ্গীর আলম// খুলনা //যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন আমদানি করা হয়েছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।ঢাকার জাস কর্পোরেশন নামে একটি আমিদানিকারক প্রতিষ্ঠান স্যালাইনগুলো আমদানি করেছে। স্যালাইনগুলো রফতানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন। প্রতি পিস স্যালাইন ভারত থেকে কেনা দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।আমদানিকারকের প্রতিনিধিরা জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং তা কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবেন।বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান,ভারত থেকে২৭ হাজার ৭৮০ব্যাগ আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।