ডাঃ মৃনাল কান্তি সানার বাবার মৃত্যুতে গভীর শোকাহত আলহাজ্ব শেখ আবুল হোসেন
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ৭:৩১
52 ভিউ
ডাঃ মৃনাল কান্তি সানার বাবার মৃত্যুতে গভীর শোকাহত আলহাজ্ব শেখ আবুল হোসেন
ওলি উল্লাহঃ খুলনা মেডিকেল হাসপাতালের স্বনামধন্য ডাঃ মৃনাল কান্তি সানার গর্বিত পিতা তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র সানা (৭৫) মৃত্যুবরণ করেছেন। পরিবার সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাপত অসুস্থতায় ভুগছিলেন। তিনি বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি ছিলেন। বাবু শ্রী কার্তিক চন্দ্র সানা দুই পুত্র সন্তান, পুত্রবধূসহ চার কন্যা জামাতা, নাতি, পুতি অসংখ্য গুনগাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। শোকাহত পরিবারের পাশে সান্ত্বনার বানী নিয়ে ছুটে যান, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সকলের দরদী, অস্প্রদায়িক নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন। সহ দাকোপ উপজেলা আওয়ামী লীগের একাদিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য। এ সময়ে উপস্থিত সকলে মরহুমের জন্য ঈশ্বরের নিটক তাহার আত্মার স্বর্গীয় কামনা করেন।