ঝিনাইদহে ভাতিজার কিল-ঘুষিতে চাচা নিহত
ঝিনাইদহে ভাতিজার কিল ঘুষিতে আতিয়ার রহমান (৬৫) নামের এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে। সোমবার বিকালে সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকাল ৫টার দিকে চাচা আতিয়ার রহমান বাঁশঝাড়ে বাঁশ কাটতে শুরু করেন। এতে পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে ঘটনাক্রমে দু’পক্ষ উত্তেজিত হয়ে একে অপরের উপর হামলা করে। এক পর্যায়ে ভাতিজা রমজান আলী তার চাচা আতিয়ার রহমানকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে সে মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার সদর হাসপাতায়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআই ইউসূফ শেখ। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি সংঘর্ষে ভাতিজা রমজানের সাথে অংশ নেয় তার পিতা আল-আমিন ও তার মা।