জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার- ০২
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৮:০০
44 ভিউ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার- ০২
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার (০৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৮:৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন খালধার রোড, লোন অফিস পাড়া সাকিনস্থ সমাজ সেবা অফিসের সামনে জনৈক মোঃ আশরাফ আলীর তিন তলা বিশিষ্ট বাড়ির ভাড়া বাসার উত্তর দিকে ২নং রুম হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) শেখ রাহাত মাহমুদ (৩৬), পিতা- শেখ কালাম উদ্দিন, সাং- বি ব্লক, বাসা নং-৩০, উপশহর, (২) ইমন হাসান রাকিব (৩০), পিতা- আব্দুল গফুর, সাং- পূর্ব বারান্দি নাথপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা- যশোরদের ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২৯,০০০/= টাকা।উদ্ধারকৃত মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।