জাতি কোন দিন ভুলবে না এই রক্তক্ষরণ আগষ্টকে লাউডোব ইউনিয়ন পরিষদের শোক সভায় নেতারা

দাকোপ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও তাবারক বিতরণ করা হয়।এ লক্ষ্যে ২৬ আগস্ট শনিবার বিকাল ৪টায় লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লাউডোব ইউপি আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে এবং লাউডোব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান নীহার মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভার পূর্বে নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করবার কথা ছিলো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড : গ্লোরিয়া ঝর্ণা সরকার। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ রায়।বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ, চালনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনোত কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চেয়ারম্যান মানস কুমার রায়, সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল, আওয়ামী লীগ নেতা এ্যাড : জি এম কামরুজ্জামান, আজগর হোসেন ছাব্বির, ধ্রুব শংকর মন্ডল, নিমাই চাঁদ দাস, দেবেন্দ্রনাথ মিস্ত্রি, মির্জা সাইফুল ইসলাম টুটুল,সত্যজিত গাইন, তুষার রায়, প্রিন্স বিশ্বাস, বিকাশ গাইন, অঞ্জন সরকার, পতিরাম রায়, সুধান্য মন্ডল, গৌতম মন্ডল, যুবলীগ নেতা তুষার কান্তি দাস, তন্ময় রায়, জয়ন্ত গাইন, সেচ্ছাসেবক লীগনেতা জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, ইউপি সদস্য নিতাই জোয়ার্দ্দার, সুব্রত সরদার, দেবাশীষ মন্ডল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ