চালনা হরি মন্দিরে বাবার পক্ষ থেকে সর্বজনীন মতুয়া সম্মেলনে প্যানেল মেয়র বুলবুল
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার চালনা পৌরসভার হরি মন্দিরে চলছে সর্বজনীন মতুয়া সম্মেলন।আজ ২৮ মার্চ রোজ বৃহস্পতি বার সন্ধ্যা থেকে শুরু হয় হরি মন্দিরের মধ্য ঢোলের তালে ভক্তদের মুখে হরিবল হরিবল ধন্নি উচ্চারিত মৃতু্যর স্বরণ। এ মতুয়া সম্মেলনে যোগাযোগ দেন দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তবৃন্দ। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সুযোগ্য ছোট পুত্র। চালনা পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, আরো উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ডে সম্ভব্য কমিশনার পদে লাড়তে যাচ্ছে, গাজী সারোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পূজা উদযাপন কমিটি সুত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও খুব সুন্দর ভাবে মতুয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বিশেষ করে দাকোপ থানা পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে সব সময় সহযোগিতা করছে আসছে। প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল বলেন, আমার বাবা মটর বাইকে দুর্ঘটনায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়ছে। বাবা সুস্থ থাকলে অবশ্যই এখানে এসে সকলের সাথে সাক্ষাৎ ও দেখা করতেন। তিনি আমাকে পাঠিয়েছে, তিনি আরো বলেছেন, মতুয়া সম্মেলন গিয়ে আমার জন্য সকলের নিকট দোয়া আশীর্বাদ চাইবে। দাকোপের জনগনের নেতা, সংগ্রামী বিপ্লবী মানুষ, ত্যাগী আর সাহসী মানুষটার জন্য প্রান খুলে দোয়া ও আশীর্বাদ করেছেন উপস্থিত ভক্তবৃন্দ।