চালনা মোটরসাইকেল সমবায় সমিতির উদ্যোগ বিশাল ওয়াজ মাহফিল
চালনা মোটরসাইকেল সমবায় সমিতির উদ্যোগ বিশাল ওয়াজ মাহফিল
ডেস্ক রিপোর্টঃ একতাই শক্তি, সবাই মিলে করি কাজ’ হারি জিতি নাই লাজ!আসছে আগামী ৬ মার্চ রোজ বুধবার বার আসর বাদ।চালনা ডাকবাংলো মোটরসাইকেল সমবায় সমিতির উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও ইসলামিক গজলের আয়োজন করা হয়েছে। স্থানঃদাকোপ উপজেলা ময়দান। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিস থেকে মূলবান নসিত পেশ করবেন,মাও ক্বারী এম আব্দুল্লাহ আল মামুন,বিশেষ আকর্ষণ, ইসলামীক জনপ্রিয় কন্ঠশিল্পী, পুলিশ ক্বারী মোঃ মহিব্বুল্লাহ সাহেব, বিশেষ অতিথি হিসেবে আরো নসিত পেশ করবেন মাও সোয়াইব হোসাইন, আরো উপস্থিত থাকবেন,প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী। এ মাহফিলকে কেন্দ্র করে চালনা ডাকবাংলো মোটরসাইকেল সমবায় সমিতির দারুন ব্যস্ততা উপলব্ধি করা গেছে।দাকোপ উপজেলা জুড়ে রয়েছে একাদিক মটরশ্রমিকের সংগঠন। তার মধ্য উল্লেখ যোগ্য শক্তিশালী ও স্বনামের সাথে এগিয়ে এবং সততার প্রতীক হিসাবে পরিচিত লাভ করেছেন, চালনা ডাকবাংলো মোটরসাইকেল সমবায় সমিতি। এ সমিতি বিভিন্ন সময়ে অনেক রোগী বা দাকোপের অসহায়ত্ব মানুষের কল্যাণে দুর্দিনে মানবতার সেবায় অর্থ সেবা দিয়ে অগ্রধিকার ভূমিকা পালন করে। চালনা ডাকবাংলো মোটরসাইকেল সমবায় সমিতির সকল সদস্য পদপদবীদের একাত্ব আর একতাবদ্ধ শৃঙ্খলায় সব মিল এক সুন্দর পরিপাটি। এ সমিতির মুল নেতৃত্বে রয়েছে, সাহসী আর সৎ বার বার নির্বাচিত সুযোগ্য সভাপতি জয় প্রকাশ মন্ডল আর এক সাহসী মানবিক ধার্মীক সৎ সাধারণ সম্পাদক মোঃ আজিম হাওলাদার। সমিতি সুত্রে জানা যায়, সতাতা আর কাজের প্রতি দায়িত্ব আছে বলেই, সব মিলে সমিতির উন্নয়ন সম্ভব।