চালনা মেহেদী হাসান এতিম খানার বদরসম্মেলন অনুষ্ঠিত
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২৪ | ৭:৩৫
21 ভিউ
ডেস্ক রিপোর্টঃ চালনা মোল্লা মেহেদী হাসান এতিমখানার বদরসম্মেল ২০২৪ সুসম্পন্ন হয়েছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও এতিম খানার সহসভাপতি আজগর হোসেন সাব্বিরের সার্বিকত্ববাধনে এতিম খানার সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম ইমদাদুল হক, সহ সভাপতি আলহাজ্ব আঃ হালিম গাজী, মাও আঃ সালাম সরদার, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন,গোলাম মোস্তফা, মাও আবু সাঈদ, হাসান গাজী, আঃ রহমান, নুর মোহাম্মদ শেখ, উপস্থিত থেকে সম্মেলনটি সফল করেন।