চালনা বিল্লালিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
চালনা বিল্লালিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
মোকলেছুর রহমানঃ সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার মাদ্রাসার অধীনে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। দাকোপ উপজেলায় মোট চারটি কেন্দ্রে এস এস সি ও সমমানের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত চলছে। এর মধ্যে বিল্লালিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ১১৪ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষায় অংশ গ্রহন করে পরীক্ষা দিচ্ছে। বিল্লালিয়া দাখিল মাদ্রাসা সুত্রে জানা যায়, আজ ১০৭ জন আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময় বিল্লালিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে যান ভূমি সহকারী (কমিশন)পাপি সুলতানা এসিল্যান্ড মহদায়। এসময় তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে ৩০২ ও ৪০২ নং পরীক্ষা কক্ষে পরীক্ষা উপস্থিত থেকে হাতে নাতে তিন জনকে নকল করা অবস্থায় দেখতে ধরে। জানা যায়,বহিষ্কৃত পরীক্ষার্থীরা কাকড়া বুনিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী রহিমা খাতুন, বিল্লালিয়া দাখিল মাদ্রাসার দু’জন ফারিয়া আক্তার ও ফারহান শেখ নামের তিনজনকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। ঐ সময় পৃথক দুইটি কক্ষে শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ৩০২ নম্বরে মোঃ সাইফুল্লাহ সাহেব, নলিয়ান দাখিল মাদ্রাসা, এবং ৪০২ নম্বরে মোঃ মাসুম বিল্লাহ, কাঁকড়া বুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। জানা যায়, মোট তিন জনের কাছে থেকে ১৫ টি নকল যুক্ত নোটবইয়ের পাতা ও হাতে লেখা কাগজ উদ্ধার হয়। এ ঘটনায় বিল্লালিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সপাল মোঃ অজিয়ার রহমান সাহেব সত্যতা স্বীকার করে বলেন, দু’শিক্ষক ও তিন পরীক্ষার্থীকে সাময়িক পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন পরবর্তী ব্যবস্থা উদ্বতন কতৃপক্ষ গ্রহণ করবেন।