ডেস্ক রিপোর্টঃ চালনা বাসষ্টান বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে ২৬জানুয়ারি রোজ রবিবার বাদ আসর দেশবরেণ্য বিভিন্ন উলামায়ের উপস্থিতিতে পবিত্র কুরআনপাকের তেলাওয়াতের মাধ্যমে ইসলামের আলোকে দ্বীনের আলোচনা অনুষ্ঠিত হয়। মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষে অত্র মসজিদের সভাপতি মোঃ শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুরআন মজিদ থেকে পবিত্র নসিহত পেশ করেন,বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ফয়সাল কবির ফয়েজী সাহেব,বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফতি ওলি উল্লাহ মাহামুদ সাহেব, এছাড়া মুলবান নসিহত পেশ করেন, মুফতি ইউনূস আহমেদ সাহেব, মাওলানা আল আমিন সাহেবসহ বিভিন্ন আলেমে দ্বীন। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাজী দাউদ শেখ,মেহেদী হাসান বুল বুল, আবু সাঈদ, মনিরুল ইসলাম, মোঃ মঈনসহ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ