চালনা পৌরসভা এলাকায় দিন-দুপুরে ডাকাতি উচ্ছেদ লুটপাট
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপের চালনা পৌরসভা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলায়ের সামনে লাঠিসোটা নিয়ে অর্ধশতাদিক লোকের চিত্র। চালনা পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর হাওলাদার, পিং- নুর জামান হাওলাদার, চালনা, দাকোপ,খুলনার সাথে দীর্ঘ দিন। একই এলাকার বাসিন্দা মোঃ আসিফ ইকবাল খানের সাথে বসতবাড়ি ভিটা-জমিজমা সংক্রান্ত বিরুদ্ধ চলে আসছিল। তারই সুত্র ধরে আজ (২৯) এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময়। প্রায় ৬০-৭০ জন জ্ঞাত-অজ্ঞাত ব্যক্তি মিজানের বাড়ি হামলা ও লুটপাট করে। তার বাড়িতে থাকা স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে যায় ও বসতবাড়ি-ঘর ভাঙ্গচুর করে।মিজান আলোর খবরকে বলেন, আমি আইনকে শ্রদ্ধা করি।আমি জায়গা কিনেছি,আসিফ খানের আপন ভাই আকরাম খানের কাছ থেকে। তার শরীক বা ভাগের সম্পত্তি আমার নিকট বিক্রি করে গেছে। তার সাথে কোন ঝামেলা না করে,সে আমার সাথে একের পর এক হুমকি ধামকি মিথ্যা মামলা হামলা ষড়যন্ত্র করেই চলেছে। মিজান আরো বলেন,মাস্তান ভাড়া করে আজ আমার বাড়ির সব লুট করে নিয়ে গেছে। আমার পরিবারের শিশু বৃদ্ধ বাবা মা স্ত্রী কেহ রেহাই পায়নি। আমাকে ও আমার পরিবারকে নিঃস্ব করে ফেলেছে। আমি দাকোপ উপজেলা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। পরে খবর পেয়ে দাকোপ থানা মানবিক সৎ সাহসী অফিসার্স ইনচার্জ আলহাজ্ব আঃ হক সাহেব সেখানে উপস্থিত হয় এবং তার নেতৃত্বে পুলিশ সেখানে পৌছিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।এ ঘটনায় আসিফ ইকবাল খান, তার পুত্র দীপ খান ও ইন্দ্রজিৎ নামের এক যুবককে পুলিশ আটক করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।