চালনা পৌরসভার এলাকার বৌমার গাছতলা নব-নির্মিত স্লুইসগেটের বেহাল দশা
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩ | ৬:৩৬
79 ভিউ
চালনা পৌরসভার এলাকার বৌমার গাছতলা নব-নির্মিত স্লুইসগেটের বেহাল দশা
মোকলেছুর রহমানঃখুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার বৌমার গাছতলার চালনা খালে নির্মিত স্লুইচ গেটটি উদ্বোধনের অল্প দিনের মধ্যে ধ্বসে পড়েছে । ১৫ ই সেপ্টেম্বর শুক্রবার সকালে জোয়ারের পানির চাপে নব নির্মিত গেটটির তলদেশ ও উপরে ঢালাই ছাঁদ ধ্বসে গিয়ে অবাধে এলাকায় পানি প্রবেশ করছে।চালনা পৌরসভায় দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (জিওবি এবং এডিবি) এর আওতায় বৌমার গাছতলা বাজার সংলগ্ন চালনা খালে নির্মিত স্লুইচ গেটটি প্রবল জোয়ারের পানির চাপে ধ্বসে পড়ছে।পৌরসভা সুত্রে জানা যায় পৌরসভা উন্নয়নে খাল,পুকুর, খনন সহ ১৩ টি কাজের মধ্যে চালনা খালের স্লুইচ গেটি নির্মিত হয়।সুত্রে আরোও জানা যায়, রিলায়েবল বিল্ডার্স আল মামুন এন্টারপ্রাইজ(জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলি করছে। এই কাজের মোট বরাদ্দ ২৬,৩৯,৭২৪.২৮ টাকা। চুক্তিমূল্য ২৩,৭৩,৫৮.২৯৪.৯৪ টাকা।কাজ করিয়ে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত প্রতিনিধি শাহিনুর রহমান জানান ভুল ডিজাইনের কারণে গেটের তলোদেশে মাটি সরে গিয়ে গেটটি ধ্বসে গেছে।নাম প্রকাশ না করার শর্তে চালনা খালপাড়ের একাধিক ব্যক্তি জানান,নিম্ন মানের নির্মান সমগ্রী ব্যবহার করার কারনে উদ্বোধনের অল্প দিনের মধ্যে গেটটি ভেঙে গেছে।সরেজমিনে দেখা যায়, স্লুইচ গেটের উপরিভাগ অনেকটা ধ্বসে পড়ার কারনে মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গেটের ভিতর দিয়ে প্রচন্ড বেগে নদীর পানি ভিতরে প্রবেশ করছেে। পানির চাপ আরো বাড়লে যে কোন সময় রাস্তা ও গেট ভেঙে এলাকার আমন ধানের মাঠ প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।এ বিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বললেন, আমি এখন বিশেষ কাজে ঢাকাতে আছি। শুনেছি গেটের তলদেশে ঘোঘা সৃষ্টি হয়ে ভিতরে পানি প্রবেশ করছে।