ডেস্ক রিপোর্টঃ দাকোপের চালনা পৌরসভাসহ অনেক জায়গায় কুকুরের আনাগোনা চরমভাবে আতংক সৃষ্টি করেছে। গত কয়েক দিন ধরে দেখা গেছে, চালনা পৌরসভা এলাকার বৌমার গাছতলা,চালনা ডাকবাংলো মোড়,চালনা আচাভুয়া বাজার সহ মোড়ে মোড়ে কুকুরের আনাগোনা চরমে। হঠাৎ করে কুকুরের এমন আনাগোনা বেড়ে যাওয়ায় বেশির ভাগ পথ যাত্রীদের উপর প্রভাব পড়েছে। এ ছাড়া রাস্তা দিয়ে স্কুল কলেজে যাতায়াতে শিশুদের চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যায়, খুব সকালে শিশুরা স্কুলে যায়, বিশেষ করে চালনা পৌরসভার অধীনে স্কুলগুলোতে যাতায়াতে শিশু ও অভিভাবকদের চরম আতংকে পড়তে হচ্ছে। কুকুরের আনাগোনা চরম আতংকে থাকার বিষয় চায়ের দোকানদার খানজাহান আলী জানান, আমার বাসা সবুজ পল্লী আবাসিক এলাকায়। আমার শিশুকন্যা চালনা আচাভুয়া (রুদী)সেন্ট মাইকেল প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে।শুক্রবার ও রবিবার বন্ধের দিন ছাড়া,সে প্রতিদিন তার মায়ের সাথে স্কুলে যায়। গত কয়কে দিন আগে আমার স্ত্রী ও শিশুকে রাস্তার উপর কুকুরে তাড়া করে। এছাড়া তিনি আরো বলেন, এখানে আমার শিশু বলে কথা নয়! অনেকের শিশু বাচ্চা বিভিন্ন স্কুল মাদ্রাসায় পড়ালেখা করে,যেমনঃ রয়েছে আল আমিন নুরানী প্রি ক্যাডেট মাদ্রাসা,চিলড্রেন প্রি ক্যাডেট স্কুল,জি সার্চ স্কুলসহ একাদিক শিক্ষা প্রতিষ্ঠান।সব মিলে কুকুরের আতংক বিরাজ করছে। এই মহূর্তে চালনা পৌরসভা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, দ্রুত কুকুর নিধনের বিষয় জারল প্রদক্ষেপ গ্রহণ করার দাবি। কুকুর নিধনের বিষয় চালনা পৌরসভা কার্যলয়ের প্রশাসকের কর্মসম্পদানে সহয়তা প্রদানের গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য ডাঃ সুদীপ বালার নিকট জানতে চাইলে তিনি বলেন,এখন কুকুর মারার কোন সুযোগ নেই। প্রানী সম্পদ থেকে কুকুরের ভ্যাক্সিন দেওয়ার নিয়ম রয়েছে। এ বিষয়টি নিয়ে আমি দ্রুত পরবর্তী সভায় আলোচনা করার চেষ্টা করবো। আসা করি এ বিষয় দ্রুত একটা সমাধান আসবে।

পোস্টটি শেয়ার করুনঃ