ডেস্ক রিপোর্টঃ দাকোপের চালনা তুলসির ঘাটে রাতের আঁধারে ডিজেল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ জরুরি।খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার ৫ নং ওয়ার্ডের অধীনে তুলসির ঘাট নামক স্থান হইতে। রাতে আধারে নদী পথে জাহাজ থেকে কে বা কারা তেল (ডিজেল) চুরির রমরমা অবৈব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনা দীর্ঘ দিন ধরে চললেও আজও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। চোরের সাথে জড়িতদের বিরুদ্ধে কেহ আইনগত ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কেহ মুখ খোলেনা। একটি বিষয় পরিষ্কার জানা যায়,উপজেলা প্রশাসনের ঠিক নাকের ডগায় রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে এ চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।এবং বিশেষ নজরে রাখেন তাহলে তেলচুরির সাথে জড়িত ব্যক্তিদের অবশ্যই সনাক্ত করা সম্ভব। এছাড়া নামপ্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, রাত ১২ টার পরে একটি তেল চোরাকারবার মহল প্রতিনিয়ত নদীতে অবস্থিত জাহাজের কাছে ইঞ্জিন নৌকা যোগে পৌঁছায়।এবং জাহাজ থেকে ৩/৪ ব্যারেল তেল নিয়ে রাত ২টা/৩টার মধ্য নদীর চরে আসে। ৪নং ওয়ার্ডের নলো পাড়া মহল্লা থেকে তেলচুরির ঘটনায় জড়িত ব্যক্তিরা একই জায়গায় অবস্থান করে। এবং সবার সহযোগিতায় তেল মজুদ করে গোপনে বিক্রি করে।এ বিষয় সত্য উদঘাটনের জন্য নাম ঠিকানা ওজড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আলোর খবর বিশেষ অনুসন্ধানে রয়েছে।সেই সাথে চালনা পৌরসভাবাসি ও চালনা সকল ব্যবসায়ী সমিতি এক সাথে এ তেল চুরির ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন। এবং দাকোপ উপজেলা প্রশাসনের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয় বিশেষ ভাবে নজর রেখে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পোস্টটি শেয়ার করুনঃ