চালনা গোড়কাটি পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ চালনা গোড়কাটি গ্রামে পুকুরে ডুবে( ৪) চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময়। দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার বাসিন্দা মোঃ সেলিম গাজীর শিশু পুত্র ইয়াসিন গাজী (৪) নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতায় পানি পড়ে যায়। তাৎক্ষণিক শিশুটির পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হুমায়ূন কবির নয়ন মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল মোড় ভারী হয়ে উঠেছে। গোড়কাটি এলাকায় চলছে শোক। শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয় চিকিৎসক বলেন, প্রায় ১ সপ্তাহ আগেও এমন একটি শিশুর মৃত্যু আমরা দেখেছি।এমন মৃত্যু খুব করুন, এবং মর্মান্তিক বেদনাদায়ক। পরিবারের সদস্যদের অসচেতনতার কারণেই এমন দূর্ঘটনার কারণ। সকলকে আরো সচেতন ও শিশুদের প্রতি খেয়ালী ও বিশেষ নজরে আনতে হবে। তাহলে হয়তো এমন বড় বড় বিপদ থেকে আমরা রেহাই পাবো।