ডেস্ক রিপোর্টঃ দাকোপের চালনা পৌরসভা এলাকার গোড়কাটি করবস্থান মোড় খ্রিস্টান পাড়া মহল্লার মধন বিশ্বাসের পুত্র উজ্জ্বল বিশ্বাস (৩০) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। জানা যায়,গত ইং ৩রা জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় চালনা বড় খলিশা এলাকা থেকে দাকোপ থানা পুলিশ তাকে আটক করে। এর আগে ৩জানুয়ারী মঙ্গলবার দুপুরে খ্রিস্টান পাড়া- মহল্লার দশম শ্রেণির ছাত্রী অসুস্থ হয়ে বমি বমি ভাব অনুভব করে। সে মারাত্মক শারীরিক অসুস্থ হয়ে পড়ে। তখন,ওই পাড়া মহল্লার উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী ও উজ্জ্বলের ভাইয়ের স্ত্রী ভিকটিমকে নিয়ে কানাগোসা, কানাগোসা করে। তখন ভিকটিমের অসুস্থতা নিয়ে আলোচনার এক পর্যায়ে আশপাশের লোকজনের মাঝে বিষয়টি জানাজানি হয়ে যায়। তখন, ভিকটিমের কাছে প্রাথমিক জিজ্ঞাসা করলে মান-সম্মানের দিকে লক্ষ্য রেখে ও ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। কিন্তু, পরে শারীরিক অবস্থার অবনতি দেখে সে পরিবারকে জানায়। ওই সময় ভিকটিমের ভাষ্য মতে পাড়া-মহল্লার উজ্জ্বল বিশ্বাসকে পুলিশ আটক করে।(৬ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার দাকোপ থানা তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন তদন্ত কর্মকর্তা ও গণমাধ্যমকে ভিকটিম জানায়,উজ্জ্বল বিশ্বাসের সাথে একত্রে একই পাড়া মহল্লার অপর এক যুবক ধর্ষণের সাথে জড়িত রয়েছে। উজ্জ্বল বিশ্বাসের সাথে সেও জোরপূর্বক বিভিন্ন সময় ধর্ষণ করতো বলে ভিকটিমের অভিযোগ। ভিকটিমের এমন ভাষ্যে মতে, স্থানীয় জড়িত যুবকসহ যুবকের পরিবার থেকে ভিকটিমকে বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনসহ খুন করে মেরে ফেলার হুমকি দেয়। (মামলার তদন্ত স্বার্থে যুবকের নাম প্রকাশে বিলম্ব হচ্ছে। এ ঘটনায় গত ০৪/০২/২০২৫ তারিখ দাকোপ থানায় একটি মামলা হয়,মামলানং-২,নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/(১) ধারায় আসামি উজ্জ্বল বিশ্বাসকে জেল হাজতে প্রেরণ করে।

পোস্টটি শেয়ার করুনঃ