চালনা আচাভুয়া ডাকবাংলো ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মোঃ আজিম হাওলাদার সাধারণ সম্পাদক পদে লড়ছে


মোঃ ওলি উল্লাহ সানা,প্রধান নির্বাহী সম্পাদকঃ দাকোপ উপজেলার চালনা পৌরসভা আচাভূয়া ডাকবাংলো বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে মোঃ আজিম হাওলাদার মনোনয়ন জমা দিয়েছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ন্যায় নীতির হাতির সততার পরিচয়। এমন জীবন করিও গঠন মোরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ। আমি বলছি মানবিক ধার্মিক সৎ সাহসী মিশুক হাসোজ্জল সরল সোজা মানুষ ও চালনা পৌর বিএনপি,র শ্রমিক দলের অন্যতম নেতা মোঃ আজিম হাওলাদারের কথা।আসন্ন চালনা আচাভুয়া ডাকবাংলো ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি আলোর খবরের এক সাক্ষাৎকারে বলেন,আমি আজিম হাওলাদার,আমি কেমন চরিত্রের! আমার ব্যবহার আচারণ কেমন! আমার সম্পর্কে আমার চালনা পৌরসভাবাসিসহ আচাভুয়া ডাকবাংলোর সকল (দোকানদার) ব্যবসায়ীরা চেনে ও জানে। আমি মনে করি বাজার সমিতির সদস্যরা যাকে যোগ্য তাকেই মুল্যবান ভোটটি দিয়ে নেতৃত্ব বা জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন, এখানে কোন প্রকার হিংসা বা ষড়যন্ত্রের শত্রুতার সূত্রপাত নেই। আমি মনে করি আমরা সবাই এক। তাই সকলের সাথে মিলেমিশে বাকি জীবন অতিবাহিত করতে প্রস্তুত। মোঃ আজিম হাওলাদার সকলের নিকট দোয়া চেয়ে সকলের মঙ্গল কামনা করেন।