চালনার স্লুইসগেট নিয়ে আতংকে জনগন,দিন দিন আরো ফাটল সৃষ্টি হচ্ছে

ডেস্ক রিপোর্টঃ দাকোপের চালনার স্লুইসগেট দিন দিন আরো ঝুঁকিপূর্ণ হয়ে জনগনের মাঝে আতংক সৃষ্টি হচ্ছে। খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার বৌমার গাছতলা নামক স্থানে নব-নির্মিত স্লুইসগেটের উত্তর পূর্ব পাশ ও মাঝ বরাবর রাস্তা বড় ধারনের ফাটল সৃষ্টি হয়ে। বড় ধারনের গর্ত দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় জনগনের মাঝে আতংক বিরাজ করছে। চায়ের দোকানে দোকানে মাঠে ঘাটে আলোচনা আর সমলোচনা জনগনের মাঝে। গত কয়েক মাস পূর্বে দাকোপ উপজেলা প্রশাসন ও চালনা পৌরসভা মেয়র মহাদোয়,এলাকার জনপ্রতিনিধিগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্লুইসগেটটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্লুইসগেটটি শুভ উদ্বোধনের কয়েক মাস যেতে না যেতেই এমন বেহাল দশা। এলাকা বাসির ভাষ্য, কোটি কোটি টাকা ব্যয় করে স্বপ্নের দাকোপের প্রানকেন্দ্র চালনা বৌমার গাছতলার স্লুইসগেটের এমন দৃশ্য দেখতে হবে জানা ছিল না। তাছাড়া খাল কাননে হয়েছে ব্যাপক অনিয়ম। দু’পাশের বসতি তার প্রমাণ। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, খাল কাননের নামে মাটি বিক্রি করা হয়েছে। বর্তমান চালনা ৪নং ওয়ার্ড নলোপাড়াসহ কাজী পাড়া ও ৫নং ওয়ার্ডের পুরো বসতি স্থাপনা খাল কাননের কারণে ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত। গর্ত করে খাল কাননের কারণে দুপাশের ঘর নদী গর্ভে টেনে নিয়ে যাচ্ছে। জনগনের অভিযোগ খাল কাননে শুধু নদীর তলা গভীর করা হয়েছে। স্লুইসগেটসহ বর্তমান পরিস্থিতি সব মিলে জনগন চরম আতংকে রয়েছে। যে কোন সময় প্রভাব জোয়ারে ভেঙ্গে একাকার হয়ে যেতে পারে।আজ ইং ১৫ অক্টোবর রোজ রবিবার সরজমিন উপস্থিত দেখা গেছে, স্লুইসগেটের মাঝ বরাবর বড় ধারনের ফাটল এবং উত্তর পূর্ব পাশের কোনে বিশাল গর্ত ও দক্ষিণ পশ্চিম পাশে বড় ধারনের ফাটল সৃষ্টি হয়েছে। সব মিলে স্লুইসগেটের আশে পাশে বসতি পরিবার ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলো চরম আতংকে রয়েছে।
স্লুইসগেটের বর্তমান পরিস্থিতি ও নতুন করে সংস্কারের বিষয় মেয়র মহাদোয়ের নিকট জানতে চাইলে মুটো ফোনে মেয়র বাবু সনত কুমার বিশ্বাস আলোর খবরকে জানান, আমি আজ ঢাকা যাচ্ছি, স্লুইসগেটের বিষয় আলোচনা হবে। তাছাড়া গত ইং ১৪ অক্টোবর ইন্জিনিয়ারিসহ ও প্রতিনিধি দল এসে দেখে গেছেন। দ্রুত স্লুইসগেটের কাজ হবে।

পোস্টটি শেয়ার করুনঃ