চালনার ডাকবাংলো মোড়ের সুনীল দাস বাকপ্রতিবন্ধী (বোবা) আর নেই
আপডেটঃ আগস্ট ১১, ২০২৩ | ৬:৫৬
83 ভিউ
চালনার ডাকবাংলো মোড়ের সুনীল দাস বাকপ্রতিবন্ধী (বোবা) আর নেই!
কামরুল ইসলাম গাজীঃদাকোপ থানা মোড়ের সুনীল দাস বোবা আর নেই।তার কুড়ে ঘরে ইন্তেকাল করেছে।
দাকোপ উপজেলার ডাকবাংলো মোড়ের সুনীল দাস নামের বোবা সবার পরিচিত জন সে আর নেই।
আজ ১০ জুলাই বৃহস্পতি বার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে তার ছোট্ট কুড়ে ঘরের ভিতর সোয়া অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক ভাবে তার আত্মীয় স্বজনেরা ও এলাকা বাসির ধারনা এট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সকল পেশার মানুষের ভিড় জমে। এবং উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান উপস্থিত হয়।
পরে এলাকা বাসি ও জনপ্রতিনিধিদের উপস্থিততে দাকোপ থানা পুলিশের ওসি তদন্ত শাহিনুর রহমান, ও এস আই (নিঃ) নুর মোহাম্মদ শাহিদসহ লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।