চারিদিকে অন্ধকার বিদ্যুৎ ছাড়া খুলনার দাকোপ
ডেস্ক রিপোর্টঃ দেশের একাদিক জেলায় বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ৪ চার ঘন্টার অধিক সময়।চারিদিকে অন্ধকার বিদ্যুৎ নেই জেলার একাদিক উপজেলাতে। সেই সাথে চালনা পৌরসভাসহ উপজলার সকল ইউনিয়নে বিদ্যুৎ বিহীন অন্ধকারে রয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা আনুমানিক ৩ টায় খুলনার দাকোপ উপজেলার সকল ইউনিটের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ওই সময় হইতে এখনো পর্যন্ত অর্থাৎ সাড়ে ৩ ঘন্টা অতিবাহিত হলেও বিদ্যুৎ ছাড়া খুলনা। কি কারণে এমন দীর্ঘ সময় বিদ্যুৎ নেই এর কারণ জানতে চেয়ে বার বার দাকোপ উপজেলা সাব- জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ নম্বরে কল করা হলে ফোন রিসিভ হয় না। পরে অফিসের সামনে গিয়ে দেখা যায়,অফিসের গেট বন্ধ কেহ নেই। তাছাড়া অফিস অন্ধকার। সব মিলে কখন বিদ্যুৎ পাওয়া যাবে কেহ সঠিক ভাবে বলতে পারছে না।