ঘোড়ার বিজয়ের মিছিল নিয়ে বাজুয়া ইউনিয়ন বাসি,নেতৃত্বে সাইফুল ইসলাম(টুটুল)
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের বিজয়ে আনন্দ মিছিল নিয়ে বাজুয়া থেকে ছুটে এসেছেন সাইফুল ইসলাম টুটুলসহ নেতাকর্মীরা। আজ ৭ জুন রোজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার সময়। হাজারো লোকের ভিড় হেড কোয়ার্টার জামে মসজিদ থেকে নামায পড়েই উপস্থিত মুসাল্লিদে চোখে পড়ে,বিশাল আনন্দ মিছিল। দেখা গেল, মোটরসাইকেল ভ্যানে স্লোগান ঘোড়া ঘোড়া। চালনা পৌরসভাবাসি আনন্দে স্বাগত জানান মিছিলটিকে। বৌমার গাছতলা দেখতে দেখতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে,মুহূর্তের মধ্য। দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার বৌমার গাছতলা আবুল হোসেন সুপার মার্কেট ব্যাংক চত্বর সংলগ্ন, আওয়ামী লীগ কার্যলায়ের সামনে ঢাক-ঢোল,বাজনা-বাজি, নাচ-গান আর হাতে তৈরি ঘোড়া প্রতীক নিয়ে বিশাল বিজয় মিছিল নিয়ে হাজির হয়। জানা যায়, গত ইং ৫জুন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ঘোড়া প্রতীক নিয়ে আলহাজ্ব আবুল হোসেন সাহেব জয় লাভ করেন। তার পর থেকে তাকে অভিনন্দন সংবর্ধনা স্বাগত শুভেচ্ছা জানাতে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নের সাধারণ জনগন ব্যাপক ভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এরই সুত্র ধরে প্রস্তুতিতে সকল বিষয় সক্রিয় ভাবে নেতৃত্ব দেন, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক,সাহসী মানবিক ত্যাগী নেতা,ভবিষ্যৎ বাজুয়া ইউনিয়ন বাসির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের প্রিয় মানুষ মোঃ সাইফুল ইসলাম (টুটুল)। আলহাজ্ব আবুল হোসেনের হাতে বিশাল ঘোড়া প্রতীক তুলে দেন এবং গলায় ফুলের মালা পরিয়ে দেন। তাছাড়া নেতাকে আরো সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বিষয় আরো উৎসহ দেন।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা নেতৃবৃন্দ,নেতা কর্মী ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।