গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপি’র শ্রদ্ধা
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা।
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ১০:২৬
157 ভিউ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপি’র শ্রদ্ধা
মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি চৌধুরী ‘আব্দুল্লাহ আল মামুন।সোমবার ৪” সেপ্টেম্বর ২০২৩ এর দুপুর ১২”টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি পবিত্র ফাতেয়া পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ৭৫ এর ১৫ই আগস্টের নিহতদের রূহের মাগফিরাত কামনা,দোয়া- ও মোনাজাত করেন তিনি।আইজিপি মহোদয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলি আফিফা সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।