সজীব জোয়ার্দার (২৫) গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার।

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে সজীব জোয়ার্দার (২৫) নামে ১ যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। আজ সোমবার (২রা) সন্ধ্যা ৬ টায়।উপজেলা সদর চালনা পৌরসভা লঞ্চঘাট এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মৃত রনিজত জোয়ার্দারের ছেলে। দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত সজীব তার মার কাছে ভাড়ায় গাড়ি চালনানোর জন্য আবদার করে। অথবা অন্য যে কোন জায়গায় পাটানোর কথা বলে। তার মা গাড়ি কিনে না দেওয়ায় প্রথমে নিজের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে।পরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তার মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাটানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ