গত কাল মুসলিমেরা শবে-কদর রাত হিসেবে পালন করেছে
ডেস্ক রিপোর্টঃ মসজিদে মসজিদে বিশেষ দোয়া, জিকির, তসবিহ, নামায আদায়সহ আল্লাহর ধ্যানে রাতকে বিদায়।
গত ইং ৬ এপ্রিল বাংলাদেশসহ এশিয়ার মহাদেশের অধিকাংশ মুসলিম দেশ গুলো পবিত্র শবে কদরের রাত হিসেবে ইবাদত করে। তেমনি বাংলাদেশের মুসলিমেরা এ রাতকে নামায, কোরআন তেলওয়াত ও জিকিরের মাধ্যমে অতিবাহিত করে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি ও ইসলামিক চিন্তাবিদদের মতে মাহে রমযানের পবিত্র শবে কদরের রাত সুনির্দিষ্ট পরিষ্কার নয়। তবে আলেমদের মতে এ রাত মাহে রমযানের শেষ ১০ দিনের নাজাতের যে কোন বিজোড় রাতে হয়।২১, ২৩, ২৫, ২৭,২৯ এর মধ্য ২৭ রমযানকে বেশিভাগ মুসলিম শবে কদরকে তালাশ করে। বাংলাদেশের সকল মুসলিমরা এ রাতে প্রত্যেক মৃত্যু ব্যাক্তিসহ প্রতি প্রত্যেকের জন্য দোয়া করেন। বিশেষ করে খুলনার দাকোপ উপজেলা হেড কোয়ার্টার জামে মুসল্লীরা নামায তসবিহ, তালিম জিকির,কোরআন তেলওয়াতের মাধ্যমে রাত পার করেছেন। ঐ সময়ে দেখা যায়, দাকোপ থানা অফিসার্স ইনচার্জ আলহাজ্ব আঃ হক সাহেব মসজিদে নামায আদায় করেন। জানা যায়, অফিসার্স ইনচার্জ আলহাজ্ব আঃ হক সাহেব নিয়মিত মসজিদে উপস্থিত থেকে তারাবির নামায জামাতের সহিত আদায় করেছেন। তিনি সকল মুসলিম দেশও জাতির জন্য দোয়া করেন।