খুলনা -৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল এর গণসংযোগ
জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ১২:১৮
72 ভিউ
খুলনা -৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল এর গণসংযোগ
জি এম জিয়াউল হাসান জিল্লুর (কয়রা ) প্রতিনিধি ঃখুলনা-৬ আসনের (কয়রা -পাইকগাছা) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের নিরলস ভাবে রাত দিন কাজ করে যাচ্ছেন, তিনি অসহায় পরিবারের মাঝে সব সময়ই পাশে থাকেন , আমাদের দক্ষিণ বঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপির সু দৃষ্টির ফলে দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকায় যে উন্নয়ন হয়েছে তা মাইলফলক, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ থেকেই আজ স্মার্ট বাংলাদেশে পথে দেশ। যার কারনে সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষ যে ভাবে নির্যাতনের শিকার হয়েছেন সব আপনারা ভালো ভাবে জানেন। এই অঞ্চলের মানুষের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করতে ঐ বিএনপি জামায়াত শিবিরের কর্মীরা বিভিন্ন সময়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ৫ ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে তাহলেই আমরা ভালো থাকবো দেশের মানুষ ভালো থাকবেন । তিনি গতকাল বিকেলে পাইকগাছার লস্কার, গজালিয়া ক্লাব মোড়ে,মৌখালী বাজার সহ বিভিন্ন পথে প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং গণসংযোগ, করেন পথ সভায় এ সব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি হাইস্কুল এর শিক্ষক ইদ্রিস আলী সবুজ, পাইকগাছা সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি শুকুর পাশা, পাইকগাছা যুবলীগ নেতা বিশ্বজিৎ মন্ডল, পাইকগাছা তাঁতি লীগের সদস্য সচিব দেবরাজ মন্ডল, কয়রা উপজেলা মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্রোজিত এসময়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।