খুলনা-১ আসনে শেখ সোহেলকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় জনগন?
খুলনা-১ আসনে শেখ সোহেলকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় জনগন!
**ডেস্ক রিপোর্ট **বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক তরুণদের নেতা, শেখ সোহেলকে নৌকার প্রার্থী হিসাবে খুলনা-১ দলীয় নমিনেশন পেতে যাচ্ছেন।
এমন খবরে দু উপজেলাবাসি আনন্দে সাধারণ মানুষের মাঝে মিষ্টি মুখ করার খবর পাওয়া শোনা গেছে।
দু’উপজেলা ঘুরে এলাকা বাসির ভাষ্য, আমরা এবার নতুন মুখ গরীব-দুঃখী অসহায় মানুষের নেতা,সকলের প্রিয় শেখ সোহেলকে এমপি হিসাবে দেখতে চাই।
সাধারণ জনগন আরো বলেন, শেখ সোহেলকে খুলনা বটিয়াঘাটা-দাকোপ ১ আসনের উপকৃলি গরীব মানুষের সকলের পরিচিত প্রানের মানুষ। তাকে ছোট বড় সকল শ্রেণির মানুষ চেনে। তিনি মানবিক একজন উদার মনের মানুষ।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নোমিনেশন এবার শেখ সোহেলকে দিতে বটিয়াঘাটা- দাকোপের সাধারণ মানুষের দাবি।
শেখ সোহেল এমপি হলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। উন্নয়নের ছোয়ায় রূপ পালটাবে দু’ উপজেলার।
উন্নত হবে মসজিদ, মন্দির, রাস্তাঘাট, , স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিজিটাল দেশের বাস্তব ডিজিটালে রূপ নিবে।
তাছাড়া উপরমহলের সকলের দোয়া রয়েছে শেখ সোহেলের সাথে। জেলা, উপজেলা, কেন্দ্রীয় নেতাদের,এমপি, সকল পর্যায়ের নেতাদের একটাই মত
শেখ সোহেল নির্বাচিত হলে।
এলাকায় কোন অসাধু লোকের বসবাস থাকবে না। সকল রাস্তাঘাট উন্নয়নের মডেলে পরিনত হবে। এলাকা হবে স্মার্ট ডিজিটাল। রূপ বদলে যাবে বটিয়াঘাটা-দাকোপের মানুষের।