খুলনা-১আসনে শেখ সোহেল উদ্দিন সেরা-জাহিদুর রহমান মিল্টন

ডেস্ক রিপোর্টঃ দাকোপ-বটিয়াঘাটা বাসি শেখ সোহেল উদ্দিনকে এমপি হিসেবে দেখতে চায়।দাকোপ উপজেলার পানখালীর কৃতসন্তান, দাকোপের বর্তমান প্রজন্মের সাহসী যুবক, মানবিক সংগঠন দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের মানবিক উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, যুবলীগ নেতা শেখ জাহিদুর রহমান মিল্টন এর নেতৃত্বে শেখ সোহেল উদ্দিনকে খুলনা-১আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চেয়ে। দু’উপজেলা জুড়ে ব্যাপক ভাবে গণসংযোগ করে চলেছে।  শেখ সোহেল উদ্দিনকে খুলনা-১ আসনে দাকোপ-বটিয়াঘাটা বাসি নৌকার মাঝি হিসেবে দেখতে চেয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করছে। তাছাড়া কয়েক মাস ধরে দাকোপ-বটিয়াঘাটা খুলনা ১-আসনে এক ডজনেরও বেশি নেতাকর্মীরা নৌকা নিয়ে বিভিন্ন এলাকায় যার যার কর্মী নিয়ে গনসংযোগ করে চলছে। এলাকায় খবর নিয়ে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা যাকে দিবেন। তার পক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এক যোগে কাজ করবেন। দু’উপজেলার অনেকের সাথে কথা বলে আরো জানা যায়, ১ ডজনেরও বেশি নেতাকর্মী নৌকার মাঝি হিসেবে দাকোপ বটিয়াঘাটা থেকে নমিনেশন প্রত্যাশী। দাকোপ উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশে অনিচ্ছুক আলোর খবরকে বলেন, দাকোপ-বটিয়াঘাটায় শেখ সোহেল উদ্দিনকে আমিও ব্যক্তিগত ভাবে চাই। তিনি আসলে দলীয় যে একটি ধন্দ, সেটা ভুলে সকলে এক সাথে কাজ করতে বাধ্য। কেননা শেখ পরিবার বলে কথা। আওয়ামী দাকোপ বটিয়াঘাটায় তিনটি গ্রুপ রূপ নিয়েছে। যাহা দলের জন্য দুঃখজনক ও ক্ষতির। তাই আমি আসা করি শেখ সোহেল উদ্দিনকে যেন আমাদের মা জননী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, খুলনা-১আসনে শেখ সোহেলকে রাখেন। তিনি আরো বলেন, শেখ সোহেল উদ্দিন যদি আল্লাহর রহমতে নৌকার এমপি হিসেবে দাকোপ বটিয়াঘাটায় আসে, তাহলে দাকোপ বটিয়াঘাটার রাস্তা-ঘাট, স্কুল কলেজ,মসজিদ-মন্দির সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার দেখা যাবে। শেখ পরিবারের পক্ষ থেকে খুলনা-১ আসনে নৌকা নিয়ে দাকোপ বটিয়াঘাটা বাসির মাঝি হিসেবে শেখ সোহেল উদ্দিনেকে পাওয়ার জন্য ত্রিমুল পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক ভাবে গণসংযোগ দােয়া ও মাহফিল করে চলছে। পাশাপাশি শেখ সোহেল উদ্দিনকে নিয়ে বিভিন্ন অনলাইন টিভি,ফেসবুক পেইজে, প্রিয় নেতাকে এগিয়ে নিতে গান-বাজনা প্রচার-প্রচারণা করে চলছে। সব মিলে দাকোপ-বটিয়াঘাটায় আনন্দের জোয়ার বইছে। খেটেখাওয়া সাধারণ মানুষের একটাই স্লোগান শেখ সোহেলের তুলনা আর করো সাথে চলে না।

পোস্টটি শেয়ার করুনঃ