খুলনা-১আসনে বাবু ননী গোপাল মন্ডলের নৌকার জয়
খুলনা-১আসনে বাবু ননী গোপাল মন্ডলের নৌকার জয়
ডেস্ক রিপোর্টঃ “নৌকার ঘাটি দাকোপের মাটি” “লুনা পানির সোনার ছেলে”খুলনা-১ আসনের দাকোপ বটিয়াঘাটা জনগনের মনে আনন্দের জোয়ার। খুলনা-১ আসনে নৌকার মাঝি বাবু ননী গোপাল মন্ডলের নৌকার জয়ে সর্বস্থরের নেতাকর্মীদের মাঝে আনন্দের উল্লাস। গত কাল ৭জানুয়ারি রোজ রবিবার সকাল ৮ টা হইতে ৪ টা পর্যন্ত কোন বিরতিহীন ছাড়া ভোট গ্রহণ চলে। খুলনা-১ আসনের দাকোপ বটিয়াঘাটায় কোন ঝামেলা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোটরা ভোট দিয়েছেন। এবং খুলনা-১ আসনে শতকরা ৫৬% ভোট দিয়েছেন ভোটরা। এর ভিতর দাকোপ উপজেলা থেকে ৭৭৩৯০ এবং বটিয়াঘাটা উপজেলা ৭৯০১৩ মোট- ১৫৬৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তাছাড়া ২৯৯ টি আসনের মধ্য বাংলাদেশ আওয়ামী লীগ ২২৪টি, স্বতন্ত্র প্রার্থী ৬৩, জাতীয় পার্টি ১১টি, অন্যান্য ১টি। এর আগে দাকোপ উপজেলা নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,এবার দ্বাদশ সংসদ নির্বাচন একটু ভিন্ন আকারে।পুরো ডিজিটাল নিয়মে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকা পালন করবেন।কোন প্রকার সহিংশতা ঘটনা না ঘটে, সে দিকে বিশেষ ভাবে নজরে রাখবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ভোটদের সকল বিষয় নিরাপত্তা দিয়ে ভোট দেওয়ার জন্য সক্রিয় থাকবেন। তিনি আরো বলেন,এবার দ্বাদশ সংসদ নির্বাচনে দাকোপ উপজেলা নির্বাচন কমিশন থেকে ৪৯টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর ভিতর দাকোপ উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সে গুলোতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা বিশেষ ভাবে নজরে রাখবেন।