খুলনা মহানগর নয়া দায়রা জজের সাথে বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিষ্ট কাউন্সিলের নেতৃবৃন্দের
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৩ | ৭:২৯
67 ভিউ
খুলনা মহানগর নয়া দায়রা জজের সাথে বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিষ্ট কাউন্সিলের নেতৃবৃন্দের
মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //বৃহষ্পতিবার বিকাল ৩ ঘটিকায় খুলনা মহানগর নয়া বিজ্ঞ দায়রা জজ মো.শরীফ হোসেন হায়দার এর সাথে তাঁর কার্যালয়ে একান্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিষ্ট কাউন্সিল নেতৃবৃন্দ।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আজাদ বার্তা সম্পাদক অ্যাড.এম.মাফতুন আহমেদের নেতৃত্বে ঊধ্বর্তন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. এস. এম. মাসুদুর রহমান,মহানগর সভাপতি ও আজাদ টিভি’র পরিচালক অ্যাড.নাহিদ সুলতানা,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.মেহেদী হাসান,সহ-সভাপতি অ্যাড. আবদুল্লাহ- আল-মামুন,সাংগঠনিক সম্পাদক অ্যাড. প্রশান্ত বিশ্বাস, সহ- সাংগঠনিক সম্পাদক অ্যাড.অসিত বরণ তরফদার, প্রচার সম্পাদক অ্যাড. রায়হান আলী,মহানগর সম্পাদক মনিবুর রহমান,শিক্ষানবীশ আইনজীবী তানিয়া পারভিন,ফটো সাংবাদিক উত্তম কুমার দাস প্রমুখ।নেতৃবৃন্দ নয়া বিজ্ঞ দায়রা জজ মো.শরীফ হোসেন হায়দারকে বই উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাঁর সার্বিক কুশালাদি জ্ঞাপন করেন।