খুলনা দৌলতপুর দেয়ানায় বর্জ্য নিস্কাশন বন্ধের দাবিতে মানববন্ধন
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৩ | ৯:৩৮
36 ভিউ
খুলনা দৌলতপুর দেয়ানায় বর্জ্য নিস্কাশন বন্ধের দাবিতে মানববন্ধন
মনিরুল ইসলাম মোড়ল, খুলনাঃ গতকাল সোমবার বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুর দেয়ানা (পাখির মোড়ে) অবস্থিত বর্জ্য পদার্থ নিষ্কাশন বন্ধের দাবিতে এলাকাবাসির পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেয়। সরজমিন উপস্থিত হয়ে দেখা যায়,এলাকায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে জায়গাটি নির্ধারণ করেছে, এলাকায় ঘনবসতি, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এলাকার পরিবেশ দূষিত হয়ে সাধারণ মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই লক্ষ্যে এলাকাবাসী একত্রিত হয়ে গণস্বাক্ষর সহ বর্জ্য নিষ্কাশন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময়ে এ্যাডঃ এহসানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান শেখ, মোঃ আশ্বাব হোসেন, মোঃ সাহাবুদ্দিন হিরন, মোঃ সেকেন্দার আলী সেলিম, সাংবাদিক মনিরুল ইসলাম মোড়ল,আঃ গফুর শেখ, মোঃ কুতুবউদ্দিন হাওলাদার, মোক্তার হোসেন মুক্ত, মোঃ রাজু খান, মোঃ শাহজাহান মোল্লা, মোঃ এনামুল শেখ, মোঃ মুসা মোল্লা, মোঃ রাজু মোল্লা প্রমুখ। উক্ত মানববন্ধনে বর্জ্য নিষ্কাশনের জায়গার মালিক গন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এবং কোন অবস্থাতেই তাদের পৈতৃক জায়গায় বর্জ্য পদার্থ নিস্কাশন করতে দেবেন না বলে। খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতি আহ্বান জানান।