খুলনা জেলা শিক্ষা অফিসার অহিদুল আলম প্রশংসায় ভাসছে
ডেস্ক রিপোর্টঃ খুলনা জেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন-পি আর এল আদেশ নিয়ে আর কোন দুর্ভোগ নয়৷ অবসরপ্রাপ্ত শিক্ষকের দোড়গোড়ায় পেনশন-পি আর এল আদেশ নিয়ে হাজির খুলনা জেলার মানবিক প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম৷ তিনি খুব সহজেই নিজ উদ্যোগে ভোগান্তি ছাড়াই পেনশন-পি আর এল আদেশ শিক্ষকের হাতে দীর্ঘ কাল পৌছে দিয়ে আসছেন৷
গত ইং ২৪ ডিসেম্বর খুলনা জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এর উদ্যোগে দাকোপ উপজেলা শিক্ষা ভবনে দাকোপ উপজেলার ৫জন শিক্ষকের পেনশন-পি আর এল আদেশ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার৷ প্রধান অতিথি হিসাবে পেনশন-পি আর এল আদেশ হস্তান্তর করেন জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ৷ এসময় উপস্তিত ছিলেন এইউও পলাশ মন্ডল, প্রধান শিক্ষক সফিউল আযম সেলিম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি শীতাংশু মন্ডল, ইউনুছ আলী শেখ টিটো, সহকারী শিক্ষক সমিতির সম্পাদক পল্লব কুমার বিশ্বাস, অভিজিৎ বিশ্বাস ৷ অবসরপ্রাপ্ত শিক্ষকগণ হলেন প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র মন্ডল, শচীন্দ্র নাথ মন্ডল, মনোবিকাশ নারায়ন সরদার, সহকারী শিক্ষক রামপদ রায়,গনেশ চন্দ্র রায়৷ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর এ মহতি উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ও প্রশংসার জোয়ারে ভাসছে।