খুলনা জেলা আহবায়ক কমিটির নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার আহবায়ক কমিটি। গত ইং ২৪ নভেম্বর রোজ শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়। বাংলাদেশ প্রেসক্লাবের ভাইসচেয়ারম্যান ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা গুলিস্তান মার্কেট মোড়স্থ শেখ রাসেল ফাউন্ডেশন ভবনে জরুরী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ফরিদ খান। খুলনা জেলা আহবায়ক কমিটির সাংবাদিক মিয়া বদরুল আলম, দিঘলিয়া উপজেলার সভাপতি মোঃ মনিরুল ইসলাম মোড়ল, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি সরদার বাদশাহ, সিনিয়র সাংবাদিক জাকারিয়া ইসলাম, লালমনিরহাট জেলার সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আরো উপস্থিত ছিলেন,নরসিংদীর আশরাফুল ইসলাম, দাকোপ উপজেলার সভাপতি মোকলেছুর রহমান, সাধারন সম্পাদক সাংবাদিক শেখ জাহাঙ্গীর হোসেন। জানা যায়, গত ২২ নভেম্বর খুলনা জেলা আহবায়ক কমিটির নামে একটি মিথ্যা বানোয়াট সংবাদ ফেসবুক অনলাইন পেইজে প্রচার হয়। সেই মিথ্যা প্রচারের পোস্টে খুলনা জেলা আহবায়ক কমিটির নাম উল্লেখ করে
সাংবাদিক মিয়া বদরুল আলম,দিঘলিয়া উপজেলার সভাপতি মোঃ মনিরুল ইসলাম মোড়ল ও ডুমুরিয়া উপজেলার সভাপতি সরদার বাদশাহ এর নামে মিথ্যা বহিষ্কার পত্র প্রচার করে। যাহা সংগঠনের নিয়মের বাইরে। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার আহবায়ক কমিটির নামে এমন মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদিকবৃন্দ। সাংবাদিক ফরিদ রানা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সরকারি রেজিষ্ট্রেশনকৃত অনুমোদিত। এ সংগঠন চলবে সংগঠনের নিয়ম অনযায়ী। এটা করো ব্যক্তিগত বা একাকিত্ব সংগঠন নয়। এ সংগঠন সরকারি আইনশৃঙ্খলার উপর বিধি নিষেধের কিছু নিয়ম কানুন রয়েছে। এ সংগঠন থেকে কোন সদস্যকে বহিষ্কার করতে বা সংগঠনে গ্রহণের জন্য একটা নিয়মও রয়েছে। তিনি আরো বলেন,ফেসবুক পোস্ট করে কাউকে বহিষ্কার করা কোন নিয়মের মধ্যে পড়ে না। এমন কাজ যিনি করেছেন তিনি বাংলাদেশ প্রেসক্লাবের কেহ নয়। এটা কোন সাংবাদিকের কাজও নয়। তাছাড়া তিনি খুলনা জেলা আহবায়ক কমিটির সংগঠনের বিষয় বিশেষ পরমর্শসহ আরো সুশৃঙ্খলা সংবিধানের আইনের প্রতি সুদৃষ্টি রেখে এগিয়ে যাওয়ার জন্য সকলকে একতা ও ঐকবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান।এবংং বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা সম্মেলনের বিষয়ে পরমর্শ দেন।

পোস্টটি শেয়ার করুনঃ