খুলনা আড়ংঘাটা থানার চৌকস টিমের অভিযানে মটরসাইকেলসহ ১জন আটক
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ৭:১২
42 ভিউ
খুলনা আড়ংঘাটা থানার চৌকস টিমের অভিযানে মটরসাইকেলসহ ১জন আটক
জেলা প্রতিনিধিঃ গত ০৩ সেপ্টেম্বর রাত্র অনুমান ০৯:০৫ ঘটিকার সময় আড়ংঘাটা থানার একটি চৌকস টিম কর্তৃক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকা হতে আড়ংঘাটা থানার মামলা নং-০৭, তাং-২২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড’র চুরি যাওয়া একটি কালো রংয়ের YAMAHA FZS V3-150 CC মোটরসাইকেল, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১৩-৫৬৮৬, ইঞ্জিন নং-G3L5E0284402, চেসিস নং-PS2RG64200A051218 উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আড়ংঘাটা থানার মামলা নং-০৬, তাং-২১/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোডের মামলার পুলিশ রিমান্ডের আসামী রিপন চৌধুরী @শিমুল(৩০), পিতা-মৃত: সাহেব চৌধুরী, সাং-জুনারী, ৩নং ছাগলাদা ইউনিয়ন, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে মামলা সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক অপর মামলার চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।