খুলনার সম্মেলন শেষে বাড়ি ফিরার পথে দাকোপে দুজন গুরুর অসুস্থ ১ নিখোঁজ

মোঃ মনিরুল ইসলাম,চালনা পৌর প্রতিনিধিঃ খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজের সম্মেলন শেষে বাড়ি ফিরার সময় একজন নিখোঁজ দু’জন গুরুত্বর অসুস্থ। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে খুলনা জেলার অধীনে সকল উপজেলা অঙ্গসংগঠনের আওয়ামী লীগের ব্যপক প্রস্তুতি ছিল এবং সম্মেলন সফল করতে দাকোপ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হাজারও নেতাকর্মীরা জড়ো হয়।নেতৃকে একজন নজর সরাসরি দেখার জন্য উপজেলা ইউনিয়ন ও এলাকার গ্রাম বাংলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ঢলনামে। একটি সুত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলন সফল করতে দাকোপ উপজেলা আওয়ামী লীগের পক্ষে (৩) তিন তলা বিশিষ্ট জাহাজ ও একাদিক লঞ্চ, ট্রলারের ব্যবস্থা করা হয়। চালনা পৌরসভা, পানখালী, তিলডাঙ্গা,কামারখোলা সুতারখালী, দাকোপ, বাজুয়া, কৈলাশগন্জ,লাউডোব,বানিশান্তাসহ সকল ইউনিয়ন থেকে হাজারও মহিলা পুরুষ সকলে সম্মেলনে যোগদেন।সর্ব শেষ গত কাল সম্মেলন থেকে ফিরার চালনা লঞ্চ ঘাটে পৌঁছালে অপর একটি লঞ্চ এসে ধাক্কা দেয়। তখন ঘাটের সিড়ি একজন পড়ে যায় অপর একজনের বুকে আঘাত লাগে। একজনের বাড়ি চালনা আচাভুয়ার ৮নং ওয়ার্ডের মোঃ আঃ গনি গাজী, তার পায়ে আটটি সেলাই লেগেছে। এবং পানখালী গ্রামের বাবু নির্মল চন্দ্র সরদার তাকে খুলনা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া একটি সুত্রে জানা যায়, সুতারখালী ইউনিয়নের দেবদাস সরকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা তিনি লঞ্চ থেকে নামার সময় অসাবধানতার কারণে নদীতে পড়ে যায়। সাথে সাথে অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া না। এ নিয়ে এলাকায় শোক চলছে।

পোস্টটি শেয়ার করুনঃ