খুলনার রূপসায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধিঃ রূপসায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৪/০৪/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন রহিমনগর কলোনী জামে মসজিদের সামনে হতে ০৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত্র ১০.৫৫ টার সময় আসামী ১। রিয়াজুল ইসলাম (৩৫) কে ধৃত করেন। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ৫২(বায়ান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত মামলাসহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে।