খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসংশায় ভাসছে

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা সর্বস্তরের জনগনের প্রসংশায় ভাসছে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার সেবার মান এখন অনেক উন্নত। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার দায়িত্ব গ্রহনের পর থেকে দিন দিন উন্নতের দিকে। তাছাড়া বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা প্রত্যেক হাসপাতালে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছেন। তাছাড়া এখন রোগী স্বাধীন ভাবে সব ধারনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। পাশাপাশি জরুরী বিভাগে বৈকালিক সেবার আওতায় রাখা হয়েছে।তেমনি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স কর্মচারী একত্রে সুশৃঙ্খলার সাথে তাল মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। জানা যায়, গত ইং ৩০ নভেম্বর রোজ বৃহস্পতিবার কালাবগি গ্রামের গোলক মন্ডল(৪০) পিতা সুনাতন মন্ডলকে বিষধর সাপে দংশন করে। পরে ইউপি সদস্য নিমাই রায় ও কালাবগি যুব ফাউন্ডেশনের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঐ সময়ে জরুরী বিভাগে দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন।পরে রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ দেখে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালাকে বিষয়টি জানানো হয়।তৎক্ষনিক দাকোপ উপজেলার ডাঃ সুদীপ বালার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক নার্স কর্মচারী একত্রে রোগীকে চিকিৎসা সেবা দিতে থাকেন।
প্রায় ১ ঘন্টার মত রোগীর চিকিৎসা চলে এবং রোগী আশংকা মুক্ত হয়। রোগীর পরিবার আত্মীয় স্বজনেরা দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার নার্সদের সেবাকে সাদুবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাছাড়া দাকোপ উপজেলাবাসির মাঝে একটি বড় আশার আলোয় প্রশংসার আলোকিত হয়ে ভাসছে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঐ সময় জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডাঃ ইকবাল হোসেন বলেন,রোগী যখন এসেছে, তখন খুব খারাপ অবস্থা। আমাদের স্যারের সহযোগিতায় ও পরমর্শ নিয়ে চিকিৎসা সেবা দিয়ে এখনও পর্যন্ত রোগী সুস্থ। তিনি আরো বলেন, আল্লাহর রহমাতে সময় মত ভ্যাক্সিনটি পাওয়া গেছে বলেই আজ আমরা সেবাটি দিতে পেরেছি। ডাঃ সুদীপ বালা আলোর খবরকে জানা, এমন রোগী সাধারণত আমরা খুলনাতে পাঠায়।কিন্তু, আমরা সাহস নিয়ে, সময় মত ভ্যাক্সিনটি পেয়েছি বলেই রোগী সুস্থ করা সম্ভব হয়েছে। পাশাপাশি উপস্থিত সকলের পরমর্শ অনুযায়ী রোগীর সেবা দিয়ে রোগী এখন আশংকা মুক্ত। তিনি আরো বলেন, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে বহিরাগত লোকের অবস্থান, দালাল চক্র, অন্যান্য সমস্যার সমাধান করার হয়েছে। এখন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক পরিবর্তন। দাকোপবাসির কাছে সুদৃষ্টির চিত্রে।

পোস্টটি শেয়ার করুনঃ