খুলনার দাকোপ উপজেলা জুড়ে উন্নয়নে নবলোক এনজিও সেরা

ডেস্ক রিপোর্টঃদাকোপ উপজেলা জুড়ে নবলোক এনজিওতে সুনামের সাথে নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন হাসিব শেখ। তার সকল সততার আলোয় আলোকিত হয়ে আছে দাকোপের আনাচকানাচ আর ফসলের মাঠ, পুকুর ভরা মাছপ্রকৃতির এক সৌন্দর্য । আমি বলছি উদার মনের মহৎ সুঠাম দেহের অধিকারী যুব হাসিব শেখের কথা। তিনি নবলোক এনজি ও সহকারী টেকনিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন। গত কয়েক মাস পূর্বে দাকোপ উপজেলা জুড়ে দায়িত্বরত অবস্থায় সততার সাথে কাজ করে নিজের নামের প্রমান ও প্রতিষ্ঠানের স্বনাম করেছেন।তিনি তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেছে। কখনো রৌদ্র কখনো আবার বৃষ্টি। কাঁদা মাটি নিয়ে লড়াই করে গরীবের মুখে হাসি ফুটিয়েছেন। পাশাপাশি দাকোপের সেরা একমাত্র এনজিও নবলোকের স্বনাম ছড়িয়েছেন। তিনি তার প্রতিষ্ঠানের সকল সহযোগীতা নিয়ে দাকোপের অসহায় মানুষের সাহায্য করাসহ গরীব অসহায় পরিবারের মানুষকে অনেক অনুদান প্রদান করে স্বচ্ছলা বৃদ্ধি করেছেন।গরীবের মুখে উজ্জ্বল ভবিষ্যৎ ও শান্তির আভাস ঘ্রাণ এনে দিয়েছেন। একটি সুত্রে জানা গেছে, এই হাসিব শেখ, বর্তমানে দাকোপের খুব নিকটতম বাগেরহাটসহ বিভিন্ন উপজেলাতে সুনামে কাজ করে চলেছেন। গরীবের একটু হাসি আর ভালো রাখাটাই নবলোক এনজিও এর একমাত্র উদ্দেশ্য সেটও প্রমানিত বাগেরহাটের মানুষের কাছে। নবলোক এনজিও দাকোপে যেমন নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন ঠিক, তেমনি বাগেরহাটে চলছে। দাকোপে যে নিয়মে উন্নয়ন মুখী কাজ করে গরীব অসহায় মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছেন এটা একটি নবলোক এনজিও থেকে বড় পাওয়া। নবলোক এনজিও তারা তিন বেলা তিন মুটা ভাতের ব্যবস্থা করতে সারা বাংলায় কাজ করেছে। দাকোপের লোক এখনো নবলোক এনজিও এর পক্ষে সহকারী টেকনিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্বরত হাসিবকে চান। সে আলোর খবরকে জানান, আমি দাকোপে ছিলাম,খুব ভালো দাকোপের মানুষ। আমি দাকোপের মানুষের মাঝে আমার প্রিয় প্রতিষ্ঠান নবলোক এনজিও যথেষ্ট পরিচিতি করতে সক্ষম হয়েছি। আমি আজ দাকোপে নাই। তারপরও দাকোপের মানুষ আমাকে মনে করে।তিনি আরো বলেন, ইনশাল্লাহ আমার অফিস যদি আবারও আমাকে দাকোপে পাঠায়।তাহলে আবারও দাকোপের মানুষের কল্যাণে কাজ করবো। দাকোপের প্রত্যন্ত এলাকা ঘুরে এলাকার খেটে-খাওয়া মানুষ গুলো জানান,নবলোক এনজি ও এর অবদানের কথা দাকোপের মানুষ কখনো ভুলবে না। আমরা আবার ও হাসিবকে দাকোপের মানুষ মাটিতে চাই।

পোস্টটি শেয়ার করুনঃ