খুলনার দাকোপে যৌথ অভিযানে চোরাই লোহা বহনকারী ট্রাকসহ আটক -৪


নিজেস্ব প্রতিবেদক,
খুলনা জেলার দাকোপ উপজেলাধীন পানখালী ফেরিঘাট সংলগ্ন বিশ্ব রোড নামক তিন রাস্তার মোড়স্থ চোরাই লোহা বহনকারি ট্রাক সহ ৪ জনকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।জানা যায়, ১২অক্টোবর বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ একটি টিম মাদক দমন অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা অবস্থান করে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকা থেকে চোরাই লোহার মালামাল নিয়ে বিক্রয়ের জন্য খুলনার উদ্দেশ্য পানখালী ফেরি ঘাটের দিকে যাচ্ছে। ওই সময় অর্থাৎ বিকাল আনুমানিক ৪ টার দিকে কোস্ট গার্ডের বিশেষ টিম কন্টিনজেন্ট কমান্ডার আঃ গনি এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়।তখন যৌথ অভিযান পরিচালনা করেন। ব্যাপক জিজ্ঞাসা শেষে চোরাই লোহা বোঝাই একটি ট্রাক সহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলোঃ- চালনা বাজার লঞ্চঘাট এলাকার পুতরাতন মালামালের ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা ১.মোঃ মাকছেদ আলী শেখের পুত্র মোঃ আলমগীর শেখ (ইস্তেক) (৪০) ২.মোঃ ইন্দাজ আলী বিশ্বাসের পুত্র, মোঃ সিদ্দিক বিশ্বাস (৫০) ৩. মোহাম্মদপুর লবনচুরা নিবাসি হাবিব তালুকদারের পুত্র মোঃইয়াছিন তালুকদার (২০) ৪.মোহাম্মদপুর স্লুইসগেট লবনচরা এলাকার মোঃ মফিজুল ইসলামের পুত্র মোঃ সাব্বির শেখ (২৬)।এ ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি কর্মকর্তা, কন্টিজেন্ট অফিসার মোঃ আব্দুল গনি বাদি হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২ স্মারক নং-২৫১৪(৩)/১। দাকোপ থানা অফিসার্স ইনচার্জের নেতৃত্বে এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এস আই নূর মুহাম্মদ (নিঃ) বিষয় টি নিশ্চিত করেন আমলে আনেন। এবং মামলা রুজু পূর্বক মালামাল জব্দ তালিকা করে আসামীদের আদালতে প্রেরন করেন।