খুলনার দাকোপে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ৪২ পরিবার
খুলনার দাকোপে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ৪২ পরিবার
কামরুল ইসলাম গাজীঃ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার পরিচালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ভূমি অফিসের নাজির কিরন বালাসহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপকারভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিত সংস্থার পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের ৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।