খুলনার দাকোপে পৃথক পৃথকভাবে সনাতনীদের বিশাল মানববন্ধন কর্মসূচি


ডেস্ক রিপোর্টঃপৃথক পৃথকভাবে চালনা ও বাজুয়া চড়ার বাধ নামক স্থানে সনাতনীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।ওই সময় স্লোগানে স্লোগানে প্রতিবাদে মুখরিত হয়ে উঠে দাকোপের মানববন্ধন কর্মসূচি এলাকা। আমার দেশ”তোমার দেশ” বাংলাদেশ, বাংলাদেশ সনাতনীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ,লুটপাট, হুমকি ও হিন্দু মা, বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে খুলনার দাকোপে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সকল সনাতনী নাগরিকের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে সনাতনী নাগরিক পরিষদের সমন্বয়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সমন্বয়ক দেবাশীষ ঢালী ও সাগর সেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, মানববন্ধনে একত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, অসিত বরণ সাহা, দাকোপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ মোজাফফর হোসেন,ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মোহন লাল সাহা, অমরেশ ঢালী, বিধান চন্দ্র হালদার, চয়ন সাহা, গৌতম সরকার কাকন, শ্যামা প্রসাদ মন্ডল, রাজীব রায়, অধ্যাপক বিদ্যুৎ রায়, সনত কুমার হুই বাচ্চু, শিশির বিশ্বাস, পংকোজ বৈরাগী, বিকেন চন্দ্র গাইন, ভবেন্দ্রনাথ রায়, সঞ্জয় সরকার, দেবাশীষ সরদার পিন্টু, মিলন রায়, পরাগ বিশ্বাস, তাপস রায়, উত্তম রায়, পরিমল কান্তি বিশ্বাস, কমলেশ গোলদার, পরিতোষ বিশ্বাস, হরিদাম সরকার, তাপস কুমার রায়, বনোদেব গোসাই, শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগী, সমরেন্দ্রনাথ সরকার, পরিমল রায় প্রমুখ।