খুলনার দাকোপে পরিকল্পনা প্রতি মন্ত্রী এম এ মান্নানের সফর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৩ | ৬:৩৭
125 ভিউ
খুলনার দাকোপে পরিকল্পনা প্রতি মন্ত্রী এম এ মান্নানের সফর
ডেস্ক রিপোর্টঃ শেখ হাসিনা সরকার জনগনের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।তাই আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিকল্প নেই বললেন, এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান গত কাল ২০ অক্টোবর রোজ শুক্রবার বেলা দুপুর ১২ টার সময় দাকোপের বানীশান্তা লাউডোব আন্তঃ জেলা ফেরী শুভ উদ্ভোধন করেন।এ সময় মাননীয় হুইপ ও সংসদ সদস্য শ্রী পঞ্চানন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী,দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, দাকোপ থানা অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ রায়, সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌর মেয়র শ্রী সনত কুমার বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শনসহ ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে মত বিনিময় করেন। সর্ব শেষ উপজেলা দলীয় কার্যলায় বৌমার গাছতলা উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এবং চালনা বাজার সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের খোঁজ খবর নেন। পূজা উদযাপন কমিটির সকলের সাথে মতবিনিময় করেন।দিনব্যাপী কর্মসূচিতে বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও পরিদর্শন করেন।রাত সাড়ে ৯ টার দিকে দাকোপ থানা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিদায় নেন।