খুলনার দাকোপে অবরোধের প্রথম দিনে বিএনপি ও জামায়াত শিবিরের ৬জন আটক

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে বিএনপির হরতাল অবরোধ সফল করার জন্য ককটেল বিস্ফোরণ, রাস্তার উপর টায়ারে আগুন। বিএনপি জামাত শিবিরের কর্মীদের অবরোধ সৃষ্টি। দাকোপ থানা সূত্রে জানা যায়, ৩১অক্টোবর মঙ্গল বার সকালে দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ী বাজারে রাস্তার উপর জামাত শিবিরের কর্মীরা পরপর ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ঘটনায়।তখন এলাকায় মানুষের মাঝে চরমআতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল, ৬টি লোহার রড,১৬টি বিস্ফোরিত ককটেলের কৌটা, ৩টি জালের কাঁটি ও লাল কসটেপ জব্দ করে। এ বিষয়ে দাকোপ থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩ / ৩১-১০-২০২৩ তাং। ঘটনার সত্যতা স্বীকার করে দাকোপ থানা পুলিশের অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান, জামায়াত বিএনপির কর্মীরা হরতাল ও অবরোধ সফল করার জন্য কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী বাজারে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের সুবিধার জন্য ধৃত আসামিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ