Exif_JPEG_420

******ডেস্ক রিপোর্ট *****

দাকোপের বাজুয়াতে কপালের ভাগ্যে বেঁচে গেলেন শিশু আপন মন্ডল।

আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে দাকোপের বাজুয়া গ্রামের পলাশ মন্ডলের শিশু বাচ্চা আপন মন্ডল(৭) ঘুড়ি নিয়ে খেলা করছিল।

খেলা করতে করতে শিশুটির ঘুড়ি বিদ্যুৎতের তারের কুটিতে বেঁধে যায়। তখন শিশু আপন মন্ডল বিদ্যুৎতের কুটিতে উঠে যায়। তখন বিদ্যুৎ প্রবাহিত ছিল।

শিশু আপন মন্ডল কুটিতে উঠে বিদ্যুৎতে তারের কাছে গেলেই ওমনি বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎতের গতির আঘাতে ছিটকে কুটির নিচেই মাটিতে পড়ে।

তৎক্ষনিক শিশুটির পরিবার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি অনেকটা আশংকা মুক্ত। কপালের গুনে শিশুটি এবারের মত বেঁচে গেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ