খুলনার ডুমুরিয়ায় শবজি চাষে সেরা আঃ হালিম
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৩ | ৫:৩৬
184 ভিউ

খুলনার ডুমুরিয়ায় শবজি চাষে সেরা আঃ হালিম
বিশেষ প্রতিনিধিঃ খুলনা জেলার( ডুমুরিয়া) উপজেলার শাহপুরের আব্দুল হালিম মোড়ল শবজি চাষে সেরা হয়েছেন।জানা যায় চাষী আঃ হালিম উপজেলার উত্তর ডুমুরিয়ার বাসিন্দা। আঃ হালিম বলেন, আমি ঘেরের লিসের ভেড়িতে শবজী চাষ করে হিরা কোম্পানির বীজ বপন করি।তারপর আমার ভাগ্যের চাকা ঘুরে যায়।
